সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর আপনার বাংলাদেশী সিম রোমিং করুন খুব সহজে যে কোন সিম কোন টাকা লাগবে না।

 আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকে আবার নতুন আরেকটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সেটি হল কিভাবে এয়ারটেল সিম এবং গ্রামীন সিম রোমিং করবেন। 

খুব সহজে এয়ারটেল সিম ও গ্রামীন সিম রোমিং করুন 



তো আসলে আমরা অনেকেই জানি না কিভাবে সিম রোমিং করতে হয় বা রোমিং করতে কি কি লাগে, 

কাজ আপনাদেরকে একটা কথা বলে রাখি অনেকে অনলাইনে সিম রোমিং করার জন্য টাকা নেই তার লাভের জন্য টাকা নেই, আমাদের থেকে যদি রোমিং করেন, তাহলে বাড়তি কোন টাকা কাটা হবে না আপনি শুধু ১০ ডলারের টাকাটা দিবেন তাহলে আপনাকে সিম রোমিং করে দেওয়া হবে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে, তবে হ্যাঁ যদি আপনার কাছে আপনার এয়ারটেল সিমের অথবা গ্রামীন সিমের অ্যাপস থাকে লগইন করা তাহলে কোন সমস্যা হবে না আশা করি আর যদি আপনার কাছে কার্ড থাকে ডুয়েল কারেন্সি তাহলে তো আপনি কারো হাত পায়ে ধরা লাগবে না এবং কাউকে বলাও লাগবে না যে ভাইয়া আমার সিমটা রোমিং করে দিন, আসলে আমরা অনেকেই জানিনা কিভাবে সিমটা রোমিং করতে হয় তো আজকে আপনাদেরকে আমি রেখে দেবো কিভাবে আপনি আপনার সিমটা রোমিং করে নিবেন। 
আরেকটা কথা বলে রাখি সিমটা যখন রোমিং করবেন তখন কিন্তু আপনার সিমে ১০ ডলার থেকে যাবে ওই দশ ডলার কাটা হবে না তো আপনি ১০ ডলার দিয়ে, এমবিও কিন্তু পারবেন মিনিটও কিনতে পারবেন কিন্তু জাস্ট চেক করার জন্য কিনবেন কারণ সিম যখন রোমিং করবেন তখন কিন্তু আপনার সিমটা ইন্টারন্যাশনাল হয়ে যাবে আপনি যে দেশে থাকবেন ওই দেশের ই কানেকশন হয়ে যাবে সিমের সাথে তবে সব থেকে বেশি ভালোভাবে যদি আপনি সৌদি আরব প্রবাসী হন তাহলে আরো ভালো তাহলে আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ডলার নিতে পারবেন, আপনি যদি সান আপনি আপনার সিম দিয়ে নেট চালাবেন তাও চালাতে পারবেন কোন সমস্যা হবে না তবে এই ক্ষেত্রে কিছু করনীয় হল যদি আপনি আপনার সিমটা প্রথম রোমিং করেন তাহলে নেটওয়ার্ক আসবে না আর সেটা আপনি সেটিং করে নিতে হবে, 
যেমন ধরুন আপনি আপনার সিমটা রোমিং করেছেন এখন আপনার সিমে নেট আসতেছে না আর তার কারণ হলো আপনার কাছে বিদেশি যে সিমটা থাকবে ও সিমটার সাথে আপনি নেট কানেকশন করে নিতে পারবেন মাত্র দুই মিনিটে তো আমি বেশি কথা বাড়াবো না তো চলুন এখন আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। 
জেনে নিন কিভাবে এয়ারটেল সিম রোমিং করবেন।
সর্বপ্রথম আপনি আপনার এয়ারটেল অ্যাপস ডাউনলোড করুন ,

ডাউনলোড করুন👈

ডাউনলোড করা হয়ে গেলে আপনি airtel অ্যাপস এ ঢুকবেন, 

ঢোকার পরে একটা লগইন করবেন, 

যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে তো ওটিভি নিতে পারবেন, আর যদি সৌদি আরবে থাকেন তাহলে সে ক্ষেত্রে আপনি চাইলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর যদি অ্যাপস আগে থেকেই লগইন করা থাকে তাহলে তো কোন সমস্যাই নেই,

১) সর্বপ্রথম আপনি আপনার এয়ারটেল অ্যাপসটি চলে যাবেন, 

২) অ্যাপসে ঢোকার পরে আপনি থ্রি ডট মেনু আইকনে ক্লিক করবেন। 

৩) তারপর নিচে স্ক্রল করে আসবেন.

৪) তারপর দেখেন এখানে কোথায় লেখা আছে সিম রোমিং অ্যাক্টিভেশন, 

৫) রোমিং অ্যাক্টিভেশন লেখায় ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসবে একটিভেট, তারপর আপনি এক্টিভেট লেখায় ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ঘর আসবে, ওখনে লেখা আসবে চার পাঁচটা খালি কর, 

৬) প্রথম নাম্বার ঘরে দিবেন আপনার নাম.................?

৭) তারপর ঘরের দিবেন আপনার পাসপোর্ট নাম্বার.............?

অবশ্য আপনার পাসপোর্টে যে নাম থাকবে ওই নামটাই দিতে হবে..?

৮) তারপরে আপনার জন্ম তারিখ দিতে বলবে.?

অবশ্য আপনার পাসপোর্টে থাকা জন্ম তারিখটি বসাবেন.....…...?

৯) তারপর আপনার ন্যাশনালিটি দিতে হবে যদি আপনি বাংলাদেশী হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন যদি আপনি অন্যান্য দেশের হন তাহলে আপনি অন্যান্য দেশের টা সিলেক্ট করবেন............?

১০) তারপর আপনি আপনার একটা জিমেইল একাউন্টের জিমেইল টা দিয়ে দিবেন যে জিমেইল টা দিয়ে আপনি রেগুলারলি ব্যবহার করেন ওই জিমেইলটা দিয়ে দিবেন...........?

১১) তারপর নিচে লেখা থাকবে এগ্রিমেন্ট ও এগ্রিমেন্টে আপনি টেক চিহ্ন দিয়ে দিবেন.....✓

১২) তারপর নিচে লেখা দেখুন সাবমিটেড অথবা পেমেন্ট লেখা আসবে।। আপনি পেমেন্ট লেখায় ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে.......?

১৩) তারপর যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি যেখানে যেটা বসবে ওখানে ওটা বসায় দিবেন তবে অবশ্যই আপনার দোয়েল কারেন্সি কার্ডে ডলার থাকতে হবে,

ডলার না থাকলে কিন্তু হবে না....?

১৪) যখন আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ভালো করে একবার চেক করে নিবেন। 

তারপর আপনি একটিভ নাও অথবা সাবমিট এ ক্লিক করবেন।।

ক্লিক করার পরে দেখবেন আপনার জিমেইল একটা ওটিপি কোড আসবে। 

আপনি ওই otp কোড টা আপনার এখানে দিয়ে,

ব্যাস আপনার কাজ শেষ এখন আপনার জিমেইলে আরেকটা মেসেজ আসবে সাকসেস রুমেন অর্ডার,...?

তারপর আপনার সিমটি আপনি আপনার মোবাইলে সেট করবেন অথবা লাগাবেন। 

লাগানোর পর পরই আপনি সেটিং চলে যাবেন, সেটিং এ যাওয়ার পরে আপনার সিম ম্যানেজমেন্ট এ চলে আসবেন, আসার পর এখান দেখবেন সিম নেটওয়ার্ক, ওখানে অটোমেটিকলি লেখা আসবে, আপনি ম্যানুয়ালি করে দিবেন অটোমেটিক সেটিংস অফ করে দিবেন, তখন দেখবেন নতুন করে সার্চ অপশন চলে আসবে, এবং আপনি যখন সার্চ অপশন দেখতে পাবেন তখন ওখানে দেখবেন অনেক নেটওয়ার্ক চলে আসছে ধরুন আমি সৌদি আরব আছি আমি এইচটিসি সিম চালাচ্ছি তো আমার এইচটিসি এর নেটওয়ার্ক চলে আসছি অথবা মোবাইলে সিমে নেটওয়ার্ক চলে আসছে সাথে সাথে আপনি এইচটিসি সিম নেটওয়ার্ক এ কানেকশনটা দিয়ে দিবেন তখন দেখবেন আপনার সিমটি চালু হয়ে গেছে।

তো বন্ধুরা এটা হল airtel সিম রোমিং করার সিস্টেম

তো দেখুন কিভাবে আপনি গ্রামীন সিম এক্টিভেশন করবেন, আরেকটা ভালো কথা হল গ্রামীন সিম অ্যাক্টিভেশন করতে রোমিং করা লাগেনা অথবা আপনি চাইলে রোমিং করতেও পারেন, তো যেহেতু আমি রোমিং করি নাই তা আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো আপনার কষ্ট করে রোমিং না করেই খুব সহজেই টাকা রিচার্জের মাধ্যমে অটো ভাবে রোমিং করতে পারবেন এতে করে আপনারা হয়রানি হতে হবে না আর খুব সহজেই তারা অটো ভাবে রোমিংটা করে দিবে আর সেটি কিভাবে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি, 

কিভাবে গ্রামীন সিম রোমিং করবেন 

যদি আপনার কাছে টাকা থাকে বা আপনার বন্ধুর কাছে টাকা থাকে সেই বন্ধু যদি বাংলাদেশে থাকে তাহলে আপনি আপনার গ্রামীন সিমে ৯৯৪ টাকা অথবা ১৫৯৪ টাকা রিচার্জ করবেন রিচার্জ করার সাথে সাথে আপনার সিমটি এক্টিভেশন হয়ে যাবে তবে সব সিমে না শুধুমাত্র গ্রামীন সিমের জন্য এই সুযোগ সুবিধা দিয়েছে, 
যদি আপনি ৯৯৪ টাকা রিচার্জ করেন তাহলে রোমিং চালু হবে তিন বছরের জন্য আর যদি ১৫৯৪ টাকা রিচার্জ করেন তাহলে ৫ বছরের জন্য সিমটা রোমিং হয়ে যাবে অটোমেটিক, তো তারপরে ঠিক উপরে airtel এর সিস্টেমে আপনি মোবাইলে সেটিং এ যেতে হবে তারপরে শুধু নেটওয়ার্ক টা সেটিং করতে হবে ব্যাস আপনার কাজটা শেষ খুব সহজে আপনার গ্রামীন সিম কি রোমিং হয়ে যাবে,।
তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট যদি পোস্টটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই ব্লগার এ এটা কমেন্ট করে যাবেন এবং একটা শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদেরকে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন সব রকমের টিপসের জন্য আমাদের ব্লগার টি অবশ্যই অবশ্যই ফল দিয়ে রাখবেন।






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url