সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর আপনার বাংলাদেশী সিম রোমিং করুন খুব সহজে যে কোন সিম কোন টাকা লাগবে না।
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা আজকে আবার নতুন আরেকটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সেটি হল কিভাবে এয়ারটেল সিম এবং গ্রামীন সিম রোমিং করবেন।
খুব সহজে এয়ারটেল সিম ও গ্রামীন সিম রোমিং করুন
তো আসলে আমরা অনেকেই জানি না কিভাবে সিম রোমিং করতে হয় বা রোমিং করতে কি কি লাগে,
ডাউনলোড করা হয়ে গেলে আপনি airtel অ্যাপস এ ঢুকবেন,
ঢোকার পরে একটা লগইন করবেন,
যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে তো ওটিভি নিতে পারবেন, আর যদি সৌদি আরবে থাকেন তাহলে সে ক্ষেত্রে আপনি চাইলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর যদি অ্যাপস আগে থেকেই লগইন করা থাকে তাহলে তো কোন সমস্যাই নেই,
১) সর্বপ্রথম আপনি আপনার এয়ারটেল অ্যাপসটি চলে যাবেন,
২) অ্যাপসে ঢোকার পরে আপনি থ্রি ডট মেনু আইকনে ক্লিক করবেন।
৩) তারপর নিচে স্ক্রল করে আসবেন.
৪) তারপর দেখেন এখানে কোথায় লেখা আছে সিম রোমিং অ্যাক্টিভেশন,
৫) রোমিং অ্যাক্টিভেশন লেখায় ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসবে একটিভেট, তারপর আপনি এক্টিভেট লেখায় ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ঘর আসবে, ওখনে লেখা আসবে চার পাঁচটা খালি কর,
৬) প্রথম নাম্বার ঘরে দিবেন আপনার নাম.................?
৭) তারপর ঘরের দিবেন আপনার পাসপোর্ট নাম্বার.............?
অবশ্য আপনার পাসপোর্টে যে নাম থাকবে ওই নামটাই দিতে হবে..?
৮) তারপরে আপনার জন্ম তারিখ দিতে বলবে.?
অবশ্য আপনার পাসপোর্টে থাকা জন্ম তারিখটি বসাবেন.....…...?
৯) তারপর আপনার ন্যাশনালিটি দিতে হবে যদি আপনি বাংলাদেশী হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন যদি আপনি অন্যান্য দেশের হন তাহলে আপনি অন্যান্য দেশের টা সিলেক্ট করবেন............?
১০) তারপর আপনি আপনার একটা জিমেইল একাউন্টের জিমেইল টা দিয়ে দিবেন যে জিমেইল টা দিয়ে আপনি রেগুলারলি ব্যবহার করেন ওই জিমেইলটা দিয়ে দিবেন...........?
১১) তারপর নিচে লেখা থাকবে এগ্রিমেন্ট ও এগ্রিমেন্টে আপনি টেক চিহ্ন দিয়ে দিবেন.....✓
১২) তারপর নিচে লেখা দেখুন সাবমিটেড অথবা পেমেন্ট লেখা আসবে।। আপনি পেমেন্ট লেখায় ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে.......?
১৩) তারপর যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি যেখানে যেটা বসবে ওখানে ওটা বসায় দিবেন তবে অবশ্যই আপনার দোয়েল কারেন্সি কার্ডে ডলার থাকতে হবে,
ডলার না থাকলে কিন্তু হবে না....?
১৪) যখন আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ভালো করে একবার চেক করে নিবেন।
তারপর আপনি একটিভ নাও অথবা সাবমিট এ ক্লিক করবেন।।
ক্লিক করার পরে দেখবেন আপনার জিমেইল একটা ওটিপি কোড আসবে।
আপনি ওই otp কোড টা আপনার এখানে দিয়ে,
ব্যাস আপনার কাজ শেষ এখন আপনার জিমেইলে আরেকটা মেসেজ আসবে সাকসেস রুমেন অর্ডার,...?
তারপর আপনার সিমটি আপনি আপনার মোবাইলে সেট করবেন অথবা লাগাবেন।
লাগানোর পর পরই আপনি সেটিং চলে যাবেন, সেটিং এ যাওয়ার পরে আপনার সিম ম্যানেজমেন্ট এ চলে আসবেন, আসার পর এখান দেখবেন সিম নেটওয়ার্ক, ওখানে অটোমেটিকলি লেখা আসবে, আপনি ম্যানুয়ালি করে দিবেন অটোমেটিক সেটিংস অফ করে দিবেন, তখন দেখবেন নতুন করে সার্চ অপশন চলে আসবে, এবং আপনি যখন সার্চ অপশন দেখতে পাবেন তখন ওখানে দেখবেন অনেক নেটওয়ার্ক চলে আসছে ধরুন আমি সৌদি আরব আছি আমি এইচটিসি সিম চালাচ্ছি তো আমার এইচটিসি এর নেটওয়ার্ক চলে আসছি অথবা মোবাইলে সিমে নেটওয়ার্ক চলে আসছে সাথে সাথে আপনি এইচটিসি সিম নেটওয়ার্ক এ কানেকশনটা দিয়ে দিবেন তখন দেখবেন আপনার সিমটি চালু হয়ে গেছে।
তো বন্ধুরা এটা হল airtel সিম রোমিং করার সিস্টেম
তো দেখুন কিভাবে আপনি গ্রামীন সিম এক্টিভেশন করবেন, আরেকটা ভালো কথা হল গ্রামীন সিম অ্যাক্টিভেশন করতে রোমিং করা লাগেনা অথবা আপনি চাইলে রোমিং করতেও পারেন, তো যেহেতু আমি রোমিং করি নাই তা আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো আপনার কষ্ট করে রোমিং না করেই খুব সহজেই টাকা রিচার্জের মাধ্যমে অটো ভাবে রোমিং করতে পারবেন এতে করে আপনারা হয়রানি হতে হবে না আর খুব সহজেই তারা অটো ভাবে রোমিংটা করে দিবে আর সেটি কিভাবে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি,